ইসলামপুর চিনাডুলী বন্যার পুর্বাভাস ভিত্তিক আগাম পদক্ষেপ বিষয়ক মহড়া – দৈনিক আজকের জামালপুর

ইসলামপুর চিনাডুলী বন্যার পুর্বাভাস ভিত্তিক আগাম পদক্ষেপ বিষয়ক মহড়া – দৈনিক আজকের জামালপুর




ইসলামপুর চিনাডুলী বন্যার পুর্বাভাস ভিত্তিক আগাম পদক্ষেপ বিষয়ক মহড়া – দৈনিক আজকের জামালপুর


oplus_0

নিজস্ব প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর চিনাডুলী ইউনিয়নে বন্যার পুর্বাভাস ভিত্তিক আগাম পদক্ষেপ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর এফবিএ প্রকল্পের আয়োজনে গত সোমবার সকালে গুঠাই বাজার নৌঘাটে মহড়া বিষয়ক আলোচনা সভায় ইসলামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাজহারুল ইসলাম, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ইসলামিক রিলিফ বাংলাদেশের স্হানীয় প্রজেক্ট অফিসার তারেখ রহমানসহ স্বেচ্ছাসেবক বৃন্দ ও ইউপি সদস্য,এলাকাবাসী উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ জার্মানী অর্থায়নে ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় বন্যার পুর্বাভাস ভিত্তিক আগাম পদক্ষেপ সচেতনতা বিষয়ক অনুষ্ঠিত মহড়ায় ইসলামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টীম, এফবিএ প্রকল্পের প্রোজেক্ট অফিসার তারেক রহমান এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকর্মীবৃন্দ অংশ নেন।


Explore More Districts