টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার – Daily Gazipur Online

টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে মো. ইদ্রিস আলী (৪৯) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান আসামি জাহাঙ্গীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বেলা ৩টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. আলমগীর হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে পূর্ব আরিচপুর ভূঁইয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত কক্ষে ইদ্রিস ও তাঁর কয়েকজন বন্ধুকে বসে থাকতে দেখে স্থানীয়রা। পরদিন সকালে ওই কক্ষে ইদ্রিসের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে ইদ্রিসের ছোট ভাই এরশাদ হোসেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন। মঙ্গলবার ভোরে জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেছেন। জাহাঙ্গীর দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি টঙ্গীর মিরাশপাড়া এলাকায় শাহিনের বাড়িতে ভাড়া থাকতেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ ও পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

Print Friendly, PDF & Email

Explore More Districts