বাবুগঞ্জে শিক্ষকদের মানববন্ধনে বক্তরা’বাসা ভাড়া বাবদ যা পাই তা দিয়ে মুরগীর খোপও ভাড়া পাওয়া যায় না”

বাবুগঞ্জে শিক্ষকদের মানববন্ধনে বক্তরা’বাসা ভাড়া বাবদ যা পাই তা দিয়ে মুরগীর খোপও ভাড়া পাওয়া যায় না”

২৪ September ২০২৪ Tuesday ৮:০৬:৩৯ PM

Print this E-mail this


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:

বাবুগঞ্জে শিক্ষকদের মানববন্ধনে বক্তরা’বাসা ভাড়া বাবদ যা পাই তা দিয়ে মুরগীর খোপও ভাড়া পাওয়া যায় না”

বাসা ভাড়া বাবদ যা পাই তা দিয়ে মুরগীর খোপও ভাড়া পাওয়া যায় না। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের সাথে সবসময়ই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বিগত সরকার আমাদের জাতীয়করনের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করতে পারেনি। আমাদের আন্দোলনটা আজকের নয়,আমরা গত বছরও ১ মাস ব্যাপি আন্দোলন করেছি। আমাদের শুধু তারা আশার বানী শুনিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব বলেছেন শিক্ষকদের দাবী যৌক্তিক। বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। আমরা আশা করছি বর্তমান সরকার আমাদের যৌক্তিক দাবী মেনে নিবে। সরকারি স্কুলের শিক্ষকগন আমাদের মত একই পদে অধীন হয়ে আমাদের নিয়ন্ত্রণ করবে এটা প্রত্যাশিত নয়। শিক্ষা প্রশাসনে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন আমাদের জন্য মানহানিকর”। বৈষম্য দূরকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে শিক্ষকদের মানববন্ধনে বক্তরা এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ২ ঘন্টাব্যাপি বাবুগঞ্জের বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বাবুগঞ্জ প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গিয়স উদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাইদুর রহমান এর স ালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির বাবুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, খানপুরা আলিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ জ ম শামসুল আলম, প্রধান শিক্ষক মো. সেরাজুল হক, সাইদুর রহমান, অধ্যক্ষ মো. আব্দুল হালিম,মো. ইউসুফ আলী,মো আলাউদ্দিন, সহকারী শিক্ষক মো. বজলুর রহমান মিঠু প্রমুখ। স্মারক লিপি প্রদান করেন মো. মঞ্জুরুর রহমান টুটুল। পরে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি সেনাপ্রধানের

৯ বছর ধরে সংস্কারহীন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক

পায়রা বন্দরের কোন কাজ বন্ধ হয়নি, হবেও না, এটা অর্থনৈতিক সক্ষমতা অর্জনের বন্দর। এটি চলমান থাকবে ।——ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত

আনসারের বরিশাল রেঞ্জের উপমহাপরিচালককে বরখাস্ত

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

Explore More Districts