দেওয়ানগঞ্জে ডিডিএফ জেনারেল হাসপাতাল উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে ডিডিএফ জেনারেল হাসপাতাল উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে ডিডিএফ জেনারেল হাসপাতাল উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ডিডিএফ জেনারেল হাসপাতাল প্রাইভেট লিঃ নামে একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন করলেন, ঐ হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম বুলবুল। মোঃ আশরাফুল ইসলাম বুলবুল জামালপুর হযরত শাহ জামাল (র.) জেনারেল হাসপাতাল ও জামালপুর মির্জা আজম চত্তরে অবস্থিত বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সোমবার দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের কামিল মাদরাসা রোডে ডিডিএফ জেনারেল হাসপাতাল প্রাইভেট লিঃ এর উদ্বোধন করা হয়। ঐ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে জামালপুর হযরত শাহ জামাল (র.) জেনারেল হাসপাতাল ও জামালপুর মির্জা আজম চত্তরে অবস্থিত বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আশরাফুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান, নির্বাহী পরিচালক (অর্থ) মোঃ আবু তাহের সহ অন্যান্য। উল্লেখ দেওয়ানগঞ্জ উপজেলা ছাড়াও পাশর্^বর্তী কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে মানুষ জনকে দূরদুরান্তের জামালপুর, ময়মনসিংহ, ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে যেতে হয়। দেওয়ানগঞ্জ ডিডিএফ জেনারেল হাসপাতাল প্রাইভেট লিঃ চালু হলে এতদ অঞ্চলের হাজার হাজার মানুষ সহজে, কম সময়ে, কম খরচে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবে।


Explore More Districts