শিক্ষার্থীদের গণধোলাইয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

শিক্ষার্থীদের গণধোলাইয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

কোটা সংস্কার আন্দোলনে হামলা করার অভিযোগে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা শামীম মোল্লাকে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জাবির জয় বাংলা ফটক এলাকায় ছাত্রলীগ নেতা শামীমকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দিলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক পর্যায়ে তিনি মারা যান।

উল্লেখ্য, নিহত শামীম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।

Explore More Districts