বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর




বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর



বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে পৌর সচিব মো. নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবদুর রাজ্জাক। গতকাল রোববার ১৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে পৌর সচিবের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবদুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক বলেন, আমি বকশীগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে কর্মরত থাকা অবস্থায় বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন আমাকে পৌরসভায় স্যানিটারী ইন্সপেক্টর পদে চাকুরি দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে চাকুরি না হলে আমি সেই টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে পৌর সচিব মিথ্যা তথ্য দিয়ে উল্টো আমার বিরুদ্ধে থানায় জিডি করেন। আমি অর্থ আত্মসাতের ঘটনায় ১১ সেপ্টেম্বর বকশীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। তাই অর্থ আত্মসাতের ঘটনায় পৌর সচিবের শাস্তির দাবি জানান ভুক্তভোগী আবদুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Explore More Districts