সখীপুরে জমি সংক্রান্ত বিরোধ. হামলায় দুই নারীসহ আহত ৪। থানায় মামলা – News Tangail

সখীপুরে জমি সংক্রান্ত বিরোধ. হামলায় দুই নারীসহ আহত ৪। থানায় মামলা – News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাঈদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জানা যায়, উপজেলার বহুরিয়া চতলবাঈদ গ্রামের রফিকুল ইসলাম ও প্রতিবেশী আব্দুল আউয়ালের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে গত ১০ সেপ্টেম্বর দুুুপুরে রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা, লাঠি ও লোহার রড নিয়ে প্রবাসী আব্দুল আউয়ালের বাড়িতে হামলা করে। হামলায় আব্দুল আউয়ালের স্ত্রী হাজেরা বেগম (৫০) তার ভাই দেলোয়ার হোসেনের স্ত্রী নীলুফা বেগম (৪৫) নীলুফার বাবা আয়নাল হক (৬০) এবং তার ভাই মোশারফ হোসেন (৩৫) গুরুতর আহত হন।

এ ঘটনায় হাজেরা বেগমের মেয়ের জামাতা রুবেল মিয়া বাদী হয়ে মৃত সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫৭),মৃত দুধু মিয়ার ছেলে মকবুল হোসেন মিয়া (৬০),মৃত হাবেজ মিয়ার ছেলে মনির মিয়াসহ ৮জনকে আসামি করে ওইদিন রাতেই সখীপুর থানায় মামলা করেন।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts