নড়াইলের সাবেক এসপি সাদিরা খাতুনসহ ৩৪ জনের নামে আদালতে মামলা

নড়াইলের সাবেক এসপি সাদিরা খাতুনসহ ৩৪ জনের নামে আদালতে মামলা

জানা গেছে, লোহাগড়া আমলী আদালতের বিজ্ঞ বিচারক হেলাল উদ্দিন মামলাটি গ্রহণ করেন এবং পরে ওই মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন তিনি।    

02-21.jpgএ মামলার অন্যান্য আসামীরা হলেন:- লোহাগড়া থানার সাবেক অফিসার ইনচার্জ মো: নাছির উদ্দিন, একই থানার সাবেক ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, এস, আই মো: মিজানুর রহমান, এস, আই সবুর এবং এ,এস,আই মাজহারুল, মোঃ তরিকুল খাঁ, পিং-মান্নান খাঁ, সাং-কাশিপুর, শেখ কামাল পারভেজ সোহেব, পিং-মৃত ওহাব শেখ, সাং-মহিষাপাড়া, রাশেদুল হাসান রাশেদ, পিং-গোলাম মোল্যা, সাং-মল্লিকপুর, জিয়াউর শিকদার, পিং-মৃত আকরাম শিকদার, সাং-মঙ্গলহাটা, রিয়াজুল শেখ, পিং-মশিয়ার শেখ, সাং-মদিনাপাড়া, শেখ আশরাফ (ছোট আশরাফ) যুবলীগ নেতা, কলেজ পাড়া, লোহাগড়া, এস.এম মাহামুদুল হাসান সম্রাট, পিং-মৃত এস.এম কামরুল হাসান রানা, সাং-ছাতরা, ভারপ্রাপ্ত সভাপতি, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক লীগ লোহাগড়া, নড়াইল, সজীব , সাধারন সম্পাদক ছাত্রলীগ লোহাগড়া উপজেলা শাখা, ফয়সাল ইমরান, পিং নজরুল ফকির সাবেক সাধারন সম্পাদক, ছাত্রলীগ, বিল্লাল হোসেন হট্ট, পিং-নজরুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কলেজ পাড়া, লোহাগড়া, নড়াইল, নাঈমুর রহমান আরমাদ, সাধারন সম্পাদক, পৌর ছাত্রলীগ, লোহাগড়া, নয়ন বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক পৌর ছাত্রলীগ, লোহাগড়া, মোঃ সজীবুল ইসলাম হৃদয় পিং-অজ্ঞাত, সাং-কুন্দসী, দিদার, পিং-অজ্ঞাত, সাং-মশাঘুনি, সাজ্জাদুল ইসলাম সোহেল, পিং-সুবেদার গোলাম কবীর, সভাপতি ছাত্রলীগ, লোহাগড়া পৌর ৩নং ওয়ার্ড, শেখ ইয়াসিন আবুজার, পিং-আক্তার শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা, সাং-কলেজপাড়া, লোহাগড়া, নড়াইল, মোল্যা মোঃ রবিন ওরফে সেলিম মোল্যা, পিং-অজ্ঞাত,সাং-জয়পুর, মোঃ রোমান মোল্যা, পিং-লায়েক মোল্যা, সাং-কুমারডাঙ্গা, নাজিম খান, পিং-ইয়ার আলী খান, আব্দুল্লাহ আল মামুন অনিক, পিং-অজ্ঞাত, আসিফউদৌলা পিয়াল, পিং-দৌলতখান, নাজিম আলী খন্দকার,পিং-ইয়ার আলী খন্দকার, হাকিম কাজী, পিং-জালাল কাজী সর্ব সাঃ পোদ্দার পাড়া, ফারহানা ইয়াসমিন ইতি লোহগড়া মহিলা ভাউস চেয়ারম্যান, ফাতিন  আলমাস সাং-গোপিনাথপুর লোহাগড়া, নড়াইল।    

01-21.jpgমামলার বিরবণে উল্লেখ করা হযেছে, আসামীরা বিগত আওয়ামীলীগ সরকারের পোষা পুলিশ লীগ ও ছাত্র লীগ, স্বোচ্ছাসেবক লীগ এর লোকজন ১-৬নং আসামী পোশাকধারী আওয়ামীলীগের কর্মী হিসাবে কাজ করিত। বিভিন্ন স্থান হইতে বি.এন.পির দলীয় লোকেদের নিকট হইতে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবার ভয় দেখাইয়া চাঁদা দাবী করিত। ঘটনার কয়েক দিন পূর্ব হইতে আওয়ামী সন্ত্রাসী আসামীরা বাদী, ভিকটিম ও বি.এন.পির নেতাকর্মীদের ভয়ভীতি দেখাইয়া চাঁদার দাবী করিয়া আসিতেছিল। আসামীদের কথায় বাদী, ভিকটিম, স্বাক্ষী ও বি.এন.পি এর নেতাকর্মীরা রাজী না হওয়ায় বাদী, ভিকটিম, স্বাক্ষী, ও বি.এন.পির নেতাকর্মীদের প্রতি মারাত্মক তাবে রাগান্নিত হইয়া থাকে। ঘটনায় দিন গত ইং ০১/০৯/২০২৩ তারিখে বি.এন.পির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলীয় কর্মসূচী হিসাবে ঘটনাস্থলে শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি গ্রহণ করাকালে ওৎ পেতে থাকা আসামীরা ১-৬ নং আসামী পুলিশের পোশাকে অস্ত্র সহকারে এবং ৭-১১নং আসামীর হাতে থাকা বিদেশী অত্র (পিছল) ও ১২-১৫ নং আসামীর হাতে থাকা বোমা এবং অন্যান্য আসামীদের হাতে থাকা চাইনিজ কুড়াল, রামদা, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি সহ বাদী, ভিকটিম, স্বাক্ষী ও বি.এন.পির নেতাকর্মীদের অতর্কিত আক্রমন করে এবং ১নং আসামীর হুকুমে অন্যান্য আসামীরা বাদী, ভিকটিম ও বি.এন.পির নেতাকর্মীদের শরীরের বিভিন্ন জায়গায় কোপায় মারাত্মক জখম করে এবং বেধড় মারপিট শুরু করিলে আসামীরা কাজী সুলতানুজ্জামান সেলিমের বাড়ীর মধ্যে প্রবেশ করিলে আসামীরা বাদী, স্বাক্ষী, ভিকটিম ও বি.এন.পির নেতাকর্মীদের পিছু পিছু ধাওয়া করিয়া কাজী সুলতানুজ্জামান সেলিমের বাড়ীর মধ্যে প্রবেশ করে বাড়ীর মধ্য থাকা বি.এন.পির নেতাকর্মীদের ২৫/৩০ খানা বিভিন্ন ধরনের মটর সাইকেল আসামীদের হাতে থাকা রাম দা, লোহার রড, বাঁশের লাঠি দিয়া পিটাইয়া ভাংচুর করে ব্যবহার অনুপযোগী করিয়া নষ্ট করিয়া আনুমানিক ২০,০০,০০০/= (বিশ লক্ষ) টাকার ক্ষতিসাধন করে এবং কিছু মালামাল লুট করিয়া আসামীয়া লইয়া যায়। বাদী ফরিদপুর মেডিকেলে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা লইয়াছে। চাঁদাবাজ আসামীরা যাইবার সময় বাদী, তিকটিম, স্বাক্ষী এবং বি.এন. পির নেতাকর্মীদের হুমকি দিয়া যায় যে, চাঁদা দিবি অন্যখায় তোদের দেশে থাকতে দেব না। প্রকাশ থাকে যে, ঘটনার সময় আওমীলীগ সরকার ক্ষমতায় থাকায় এবং ১-৬নং আসামী পুলিশের লোক হওয়ায় অত্র মামলা লোহাগড়া খানায় গ্রহণ করে নাই। বর্তমান সরকারের সময় দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকায় অত্র মামলা হজুর আদালতে দাখিল করা হইল। স্বাক্ষীরা ঘটনা প্রমাণ করিবে।

আরও প্রকাশ থাকে যে, সর্ব শেষ গত ইং ০৪/০৯/২০২৪ তারিখ রোজ বুধবার অব মামনা লোহাগড়া থানায় দায়ের করিতে গেলে লোহাগড়া থানা পুলিশ মামলা গ্রহণ না করে আদালতে মামলা করিবার পরামর্শ দেয়।

এমতে প্রার্থনা, হুজুরাদালত দয়া প্রকাশে উল্লেখিত অভিযোগ আমলে গ্রহন করিয়া আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়।  
 

Explore More Districts