পূবাইলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত – Daily Gazipur Online

পূবাইলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত – Daily Gazipur Online

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পূবাইল থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পূবাইলের খিলগাঁও আপন ভুবন রিসোর্টে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মো. জামাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর নায়েবে আমির খায়রুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট শামীম প্রমুখ।

Print Friendly, PDF & Email

Explore More Districts