৫ September ২০২৪ Thursday ৫:৫৩:৩১ PM | ![]() ![]() ![]() ![]() |
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা দিয়ে হাঁটছিলেন সরোয়ার খান। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, এ ব্যাপারে খবর পেয়েছি।হাসপাতালে পুলিশ পাঠানো হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |