সরকারি ভূমি থেকে বালু উত্তোলনকারীর অর্থদন্ড

সরকারি ভূমি থেকে বালু উত্তোলনকারীর অর্থদন্ড





মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় সরকারি ভূমি থেকে বেআইনীভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদন্ড করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম ফয়সাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানায়, চৈতন্যপুর গ্রামে দুই ব্যক্তি সরকারি ভূমি থেকে বেআইনীভাবে বালু উত্তোলন করছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আটকের পর তাঁদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়।

শেয়ার করুন




Explore More Districts