‘কখনও অপরাধে জড়িত হইনি, অপরাধও আমাকে জড়ায়নি’

‘কখনও অপরাধে জড়িত হইনি, অপরাধও আমাকে জড়ায়নি’





স্টাফ রিপোর্টার ॥ ‘কখনও অপরাধের সঙ্গে জড়িত হইনি; কিংবা অপরাধও এসে আমাকে জড়ায়নি। এই সততার ধারাবাহিকতা ধরে রেখে আমি হবিগঞ্জবাসীকে সেবা দিতে চাই।’
হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ রেজাউল হক খান গতকাল বুধবার সকালে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।
তিনি পুলিশের কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার জনগণের প্রতিপক্ষ হিসেবে কাজ করা, উচ্চাভিলাসী মনোভাব ও অনৈতিক কাজের জন্য সভায় ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন। এসপি বলেন, পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব পালনের ব্যাপারে তৎপরতা চালানো হচ্ছে। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে জনগণের বন্ধু হিসেবে পুলিশ কাজ করবে। জবাবদিহিতা নিশ্চিতকরণ, শতভাগ ঘুষ ও দুর্নীতিমুক্ত হবিগঞ্জ জেলা পুলিশ গঠনের অঙ্গিকার করেছি। পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্টসহ অন্যসব কাজে গতি ফিরবে। যানবাহনের নাম্বার প্লেটে গাড়ীর নম্বর ছাড়া প্রেস, পুলিশ, প্রশাসন ইত্যাদি লেখা থাকলেও আটক করা হবে। কোন ধরণের অবৈধ যানবাহন রাস্তায় চলাচলের সুযোগ নেই।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ নাহিজ, মোঃ ফজলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন




Explore More Districts