সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে সকাল-বিকাল সংঘর্ষ

সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে সকাল-বিকাল সংঘর্ষ


সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে সকাল-বিকাল সংঘর্ষ




স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গাড়ি পার্কিং করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ও বিকালে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আহতরা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলা সদরের মধ্য বাজার ও থানার সামনে পাশাপাশি দুটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। মধ্য বাজার স্ট্যান্ডে শফি আহমেদ ও থানার সামনে আব্দুল কাইয়ুমের আধিপত্য। তাঁদের মধ্যে কমিটি নিয়ে বিরোধও আছে।
গতকাল সিএনজি অটোরিকশা পার্কিং করা নিয়ে দুপক্ষের আব্দুল হান্নান ও ইউসুফ মিয়া তর্কে জড়ান। দুপুর ১টায় দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তখন স্থানীয় লোকদের চেষ্টায় সংঘর্ষ থামলেও বিকাল ৩টায় দু’পক্ষ ফের দাঙ্গায় লিপ্ত হলে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়। পরে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সিএনজি অটোরিকশা রাখা নিয়ে দুইগ্রুপ সংঘর্ষ করেছে। তখন পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল।

শেয়ার করুন




Explore More Districts