কুমিল্লায় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা – Ajker Comilla

কুমিল্লায় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

জুলাই ১৬, ২০২৪


news-image

শাহ ইমরান:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন, কুমিল্লা এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) উক্ত অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় চারটি পরিবহনকে মোট ২,৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করে তা নগদ আদায় করা হয়। এছাড়াও, আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: ফরিদুল ইসলাম। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদে।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের হিসাবরক্ষক জনাব তোফায়েল আহমেদ মজুমদার এবং অন্যান্য কর্মচারীগণ।
































আর পড়তে পারেন













Explore More Districts