মিরসরাইয়ে মালবাহী ট্রেনে আগুন | ctgnews.com

মিরসরাইয়ে মালবাহী ট্রেনে আগুন | ctgnews.com
মিরসরাইয়ে মালবাহী ট্রেনে আগুন

Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে সাত টার দিকে আখাউড়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। ইঞ্জিনের এ্যাডজাস্টার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এই ঘটনায় ডাইন লেনে (চট্টগ্রাম মুখী) প্রায় সাড়ে ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা আপ লেনে (ঢাকা মুখী) ট্রেন চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, মালবাহী ট্রেনটি আখাউড়া থেকে চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশে ৩২টি কনটেইনার নিয়ে রওনা দেয়। হঠাৎ সকালে ইঞ্জিনে আগুন দেখা যায়। পরে ট্রেনের পরিচালক রেলওয়ের কন্ট্রোল রুমে খবর দিলে তার ফায়ার সার্ভিসকে অবগত করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩ ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় আমবাড়িয়া লেভেল ক্রসিং বন্ধ হয়ে যাওযায় মিরসরাই-নারায়ণহাট সড়কে যান চলাচল বন্ধ থাকে।

মালবাহী ট্রেনটির পরিচালক কুতুব উদ্দিন বলেন, ‘রেল গাড়িটি মিরসরাই রেল স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া দেখতে পাই। পরে রেলগাড়ির চালককে গাড়ি থামাতে বলি। পরে ইঞ্জিনে আগুন দেখতে পাই।’

ট্রেনটির লোকোমাস্টার মো. শাহজাহান বলেন, ‘ইঞ্জিনের এ্যাডজাস্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আগুন দেখার পর ইঞ্জিন বন্ধ করে দেই। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনিটিকে নিয়ে যায়।’

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘রেলের ইঞ্জিনে আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।’

এমজে/

Advertisement


CTG NEWS

Explore More Districts