পলাশে প্রত্যাগত অভিবাসীকর্মীদের পুন: একত্রীকরণে সেমিনার

পলাশে প্রত্যাগত অভিবাসীকর্মীদের পুন: একত্রীকরণে সেমিনার

পলাশে প্রত্যাগত অভিবাসীকর্মীদের পুন: একত্রীকরণে সেমিনার

নরসিংদীর পলাশে ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণে রেফারেল এবং আরপিএল সংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পলাশ উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার নরসিংদীর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ অফিসার মো. হারুন অর রশিদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মন্টু, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার ও পলাশ প্রেসক্লাবের সভাপতি মো. আশাদউল্লাহ মনা প্রমূখ। সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Explore More Districts