মো. হোসেন আলী (ছোট্ট)ঃ
” বইয়ের এই উৎসবে লেখক পাঠক দেখা হবে ” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে প্রসূন পথ বইমেলা উপলক্ষে আলোচনা সভা ও মোড়ক উন্মোচন, কবিতা. পাঠ, বাউল গান. নাটক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকেলে বিজয়সৌধ ( কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন) বাজার স্টেশন সিরাজগঞ্জে প্রসূন সাহিত্য সংসদের আয়োজনে প্রসূন পথ বইমেলা আলোচনা সভা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক কবি ড.তারেক রেজা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রসূন সাহিত্য সংসদ সিরাজগঞ্জের সভাপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রসূন থিয়েটারের সভাপতি এডভোকেট মাহবুবে খোদা টুটুল, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রসূন বইমেলা চতুর্থ বছরের চতুর্থ উৎসবের মোড়ক উন্মোচন করেন সিরাজগঞ্জ সদরও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি বলেন,বইমেলার এই আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক বইয়ের বাইরে বিভিন্ন ধরনের বিজ্ঞান ও সাহিত্য পাঠে উদ্বুদ্ধ করবে। নতুন প্রজন্মের মাঝে বইপড়ার প্রতি আগ্রহ তৈরিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। এবং ধর্মীয় জ্ঞান না থাকলে মানুষের বিবেক বুদ্ধি কখনোই পরিপূর্ণভাবে বিকাশ লাভ করতে পারে না। আর মানুষের মধ্যে নীতি, নৈতিকতা, সততা না থাকলে তার কোন মূল্যই নাই। তবে এসব এমনি এমনি আসেনা। অর্জন করতে হয়, গঠন করতে হয়। সেখানে পরিবারের ভূমিকা থাকে, সমাজেরও ভূমিকা থাকে। আর এই ধর্মীয় জ্ঞান, সততা, নৈতিকতার জন্য আমাদের কিছু দিকনির্দেশনা ও দালিলিক প্রমাণ প্রয়োজন, সেটা মাতৃভাষায় হলে আরো ভালো। আজকে প্রসূন সাহিত্য সংসদ প্রসূন পথ বইমেলা উৎসব আয়োজন করায় আমি খুবই আনন্দিত তারা ভবিষ্যৎ এ ধরনের আয়োজন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম আবৃত্তি শিল্পী জনি মাহমুদ, এছাড়াও প্রসূন সাহিত্য সংসদের সকল সদস্য ও সদেস্যা বৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।