বাউফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে নিখোঁজ দুই ব্যক্তির একজনকে জীবিত ,আরেকজনের মরদেহ উদ্ধার

বাউফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে নিখোঁজ দুই ব্যক্তির একজনকে জীবিত ,আরেকজনের মরদেহ উদ্ধার

৮ এপ্রিল ২০২৪ সোমবার ৫:৫০:১১ অপরাহ্ন

Print this E-mail this


কৃষ্ণ কর্মকার,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বাউফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে নিখোঁজ দুই ব্যক্তির একজনকে জীবিত ,আরেকজনের মরদেহ উদ্ধার
মৃত মো. ইব্রাহিম ফরাজী। ছবিঃপ্রতিনিধি।

পটুয়াখালীর বাউফল উপজেলায় কালবৈশাখীর ঝোড়ো বাতাসের কবলে পড়ে দুজন জেলে নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে মো. ইব্রাহিম ফরাজির (৪০) মরদেহ ও মো. ইসমাইল রাঢ়ীকে (৪০) জীবিত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

সোমবার সকালে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত রোববার বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত চলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। ঝোড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে শুরু হয় বজ্রপাত। মুহূর্তেই ঘোর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন ঘরে ও ঘরের বাইরে থাকা মানুষ। বিশেষ করে শিশুরা বেশি আতঙ্কিত হয়।

ঝোড়ো বাতাসের প্রভাবে দাসপাড়া ইউনিয়নের চর আলগী গ্রামের বাসিন্দা আহাম্মদ প্যাদার বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে তাঁর স্ত্রী সাফিয়া খাতুন (৮০) মারা যান। নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠি গ্রামের বাসিন্দা মো. জহির সিকদারের স্কুলপড়ুয়া ছেলে মো. রাতুল সিকদার (১৩) বজ্রপাতের কারণে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামের বাসিন্দা ইসমাইল ও ইব্রাহিম নামের দুই জেলে।

বাতাসের প্রভাব কমলে নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের জন্য নদীতে ট্রলার নিয়ে নেমে পড়েন স্থানীয় জেলেরা। তাঁরা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে রাখেন। পরে সন্ধ্যার দিকে তেঁতুলিয়া নদীর বগী এলাকা থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে এবং শৌলার চর থেকে ভাসমান অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে।

ইসমাইল ও ইব্রাহিম একই নৌকায় ছিলেন।

ঝড়ের তাণ্ডবে বাউফল উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক গাছপালা, শতাধিক ঘর ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের ২২টি খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ২২টি খুঁটি ভেঙে গেছে। মাঠকর্মীরা বিদ্যুৎ সরবরাহ লাইন সচল করতে রাত-দিন কাজ করে যাচ্ছে। আশা করছি আজ সন্ধ্যার দিকে বাউফল পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। গ্রাম পর্যায়ে বিদ্যুৎ দিতে এক/দুই দিন বেশি সময় লাগবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts