পরিণীতি চোপড়ার যে খবর নেট দুনিয়ায় ভাইরাল

পরিণীতি চোপড়ার যে খবর নেট দুনিয়ায় ভাইরাল

রাঘব চাড্ডাকে বিয়ে করার পর থেকেই চর্চায় রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি দেখা যাচ্ছে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। অভিনেত্রী বহুবার এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবু থেমে নেই নেটিজেনরা। এমন পরিস্থিতিতে অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান।

পরিণীতি চোপড়া

জল্পনা উসকে অভিনেত্রী লিখেছেন, ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী।’

বেবিবাম্প লুকানোর জন্যই তিনি ঢিলেঢালা পোশাক পরছেন… এই গুজবে বিরক্ত হয়েই তিনি ভিডিওটি পোস্ট করেছেন এবং জামাকাপড় সম্পর্কে তার পছন্দের কথা সবাইকে জানিয়েছেন।

মহানায়িকার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় হচ্ছে ভিন্নধর্মী আয়োজন
গতবছর সেপ্টেম্বর মাসে পরিণীতি আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন। বিয়ের এখনও এক বছরও হয়নি। তারই মধ্যে মা হওয়ার গুঞ্জন রটে যায় সামাজিকমাধ্যমে। এতদিন এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

২০২৪ -এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। ইতোমধ্যে রণবীর সিং ও দীপিকা পাডুকোন জানিয়ে দিয়েছেন তাদের সন্তানের আসার কথা। এই বছরের সেপ্টেম্বরেই তারা মা-বাবা হতে চলেছেন।

টক দইয়ের শরবত খেলে দূর করবে ডিহাইড্রেশন

দীপিকা পাডুকোনের পাশাপাশি অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন বলে খবর। বিয়ের তিন বছর পর সন্তান আসার খবর দিলেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।

Explore More Districts