জেলের জালে হাঙরের বাচ্চা

জেলের জালে হাঙরের বাচ্চা

১ এপ্রিল ২০২৪ সোমবার ৫:১৭:১৩ অপরাহ্ন

Print this E-mail this


জেলের জালে হাঙরের বাচ্চা

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে এক জেলের জালে একটি হাঙরের বাচ্চা ধরা পড়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় ধরা পড়া মাছটি বিক্রি না হলে আজ সোমবার সকালে ফেলে দেওয়া হয়েছে।

মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকার বলেন, ‘সন্ধ্যা নদীতে রবিবার সন্ধ্যায় কালু নামে এক জেলের জালে হাঙর মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় দুই কেজি। পরে মাছটি আমার আড়তে নিয়ে এসেছিল। আজ সকাল পর্যন্ত কোনো ক্রেতা পাওয়া যায়নি। তাই মাছটি ফেলে দেওয়া হয়েছে।’

বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন , রাতে খবরটি জেনেছি। কিন্তু মাছটি দেখতে গিয়ে দেখা পাইনি। তাই কোন প্রজাতির মাছ তা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে পথ ভুলে নদীতে এসেছিল মাছটি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts