২০ মার্চ ২০২৪ বুধবার ৮:১৭:৫৮ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:

পারিবারিক বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে মো.আবু ইমতিয়াজ তামিম(১৫) নামে এক মাদ্রাসার ছাত্রকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় কেশবপুর চৌরাস্তার পশ্চিম পাশে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের মো. শাশীম মুন্সির সঙ্গে একই বাড়ীর কাশেম মুন্সির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায় প্রতিপক্ষ কাশেম মুন্সির লোকজন বিরোধপূর্ন জমিতে জোর করে ঘর তোলে।
এ ঘটনায় মো. শামীম মুন্সি মঙ্গলবার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে কাশেম মুন্সির ছেলে আ. গনির(৩০) নেতৃত্বে রাতুল(১৮) ও রাব্বি(১৮) নামে আরো দুই সহযোগী শামীম মুন্সির নাতি তামিম মাদ্রাসায় যাওয়ার পথে কেশবপুর বটতলা নামক এলাকায় বাইসাইকেলের গতিরোধ করে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং বাইসাইকেলটি ভেঙ্গে ফেলে। তামিম কেশবপুর ফজলূল হক ফাজিল মাদ্রাসার নবম শ্রেনির ছাত্র।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |