ফেনীর ছাগলনাইয়া উপজেলার কালিদাস পাহালিয়া নদী থেকে আবুল কাসেম নামে এক পোলট্রি খামারির মরদেহ উদ্ধার করা হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি।
এ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলা উদ্দিন মিন্টু (৩৯) ও দ্বীন মোহাম্মদ প্রকাশ নয়ন (৩৪) নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী পুলিশ সুপার জাকির হাসান।
আবুল কাসেমের মুরগী বিক্রির ৪ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, হত্যাকারীরা কাসেমের খামারের মুরগী বিক্রির টাকা নিতে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে লাশ নদীতে পেলে দেয় বলে। খামারি আবুল কাশেম ও ঘটনায় জড়িত সকল আসামি একই এলাকায় চলাফেরার সুবাদে একে অপরের পূর্ব পরিচিত ছিল।
হত্যার ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি আবুল কাসেম তার মুরগি খামারে প্রায় ৪ লাখ ৫৭ হাজার টাকা মুরগী বিক্রি করে। তা আসামিগণ জানতে পারে। ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা থেকে ৩টা ৪৫ মিনিটের সময় আটক আসামি আলা উদ্দিন মিন্টু (৩৯), দ্বীন মোহাম্মদ প্রকাশ নয়ন (৩৪) এবং পলাতক আসামি ইয়াছিনসহ ঘটনাস্থলের পাশে একজন মহিলা নিয়ে আনন্দ-ফুর্তি করবে বলে আবুল কাসেমকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর তার কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে।
পুলিশ সুপার বলেন, নিহত কাসেম টাকা না দিলে আসামি আলা উদ্দিন মিন্টু (৩৯) তার হাতে থাকা গাছের ঢালের অংশ (লাঠি) ধারা কাসেমের মাথায় সজোরে আঘাত করলে কাসেম মাটিতে লুটিয়ে পড়ে।
এ সময় অন্যান্য আসামিরা কিল, ঘুসি, লাথি এবং এলোপাথাড়ি মেরে মৃত্যু নিশ্চিত করে লাশ গোপন করার জন্য ঘটনাস্থলের পার্শ্ববর্তী কালিদাস পাহালিয়া নদীর পানিতে ভাসিয়ে দেয়। এ হত্যাকাণ্ডের জড়িত অপর আসামি ইয়াছিনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্লাহ, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ঈমাম ও তদন্ত কর্মকর্তা ইকবাল হোসেন।
উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি ভোরে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া বুড়া মিয়ার তাকিয়া সংলগ্ন কালিদাস পাহালিয়া নদী থেকে পোল্ট্রি খামারি আবুল কাসেমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।