জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্ধোগে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার ১৫ আগস্ট সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিছ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুফতী আলমগীর হোসেন সাইফী, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, বাসসের প্রতিনিধি এডভোকেট শাহ ফখরুজজামান, ইফার ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদ, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক প্রমুখ ।