এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাল্যবিবাহ কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অন্যতম প্রধান অন্তরায় । বাল্যবিবাহের কারনেই কন্যা শিশু তাদের শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়ে। জাতীয় কন্যা শিশু দিবস কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠার একটি দিন। কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তাকে সমুন্নত রাখার লক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এ প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার প্রমুখ।