শিক্ষকদের মারধর, মানসিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

শিক্ষকদের মারধর, মানসিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার ১:৪০:৫৬ অপরাহ্ন

Print this E-mail this


নগর প্রতিনিধিঃ

শিক্ষকদের মারধর, মানসিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের মারধর, মানসিক নির্যাতন, ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহলের ঘুষ-দুর্নীতি ও চাকরিচ্যুতি করার হুমকির প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষক সমাজের পক্ষ থেকে নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক শাখার সাবেক দুই সভাপতি অধ্যক্ষ ফরিদুর আলম জাহাঙ্গীর ও দাশগুপ্ত আশীষ কুমার।

মানববন্ধনে শিক্ষক নেতারা বরগুনা, উজিরপুর ও বানারীপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের ঘটনা তুলে ধরেন। ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহলের এসব নির্যাতন ও হয়রানি বন্ধের জন্য অবিলম্বে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য (আইনশৃঙ্খলা বাহিনীসহ) প্রশাসনের সব স্তরের সহযোগিতা চাওয়া হয় মানববন্ধন থেকে।

এ ধরনের কোনো ঘটনা কোনো স্থানে ঘটামাত্র স্থানীয়ভাবে বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃত্বে প্রতিবাদ সমাবেশের আয়োজনসহ সংগঠনের আঞ্চলিক পর্যায়ে সংবাদ পাঠানোর জন্য শিক্ষক সমাজের প্রতি অনুরোধ জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল আঞ্চলিক শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সঞ্চয় কুমার খান, সাধারণ সম্পাদক, মো. আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুল আলম আসাদ, বরিশাল সদর উপজেলার সম্পাদক মো. আবদুর রশিদ হাওলাদার, বাবুগঞ্জ উপজেলার সম্পাদক অবিনাশ চন্দ্র রায়সহ আরও অনেকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts