ফটিকছড়িতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ জন্ম-মহােৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন | ctgnews.com

ফটিকছড়িতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ জন্ম-মহােৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন | ctgnews.com
ফটিকছড়িতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ জন্ম মহােৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনফটিকছড়িতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ জন্ম মহােৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

       

Advertisement

ফটিকছড়িতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ জন্ম-মহােৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উৎসব উদযাপন পরিষদ।

বুধবার বিকালে সৎসঙ্গ বাংলাদেশ-ফটিকছড়ি উপজেলার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসবের প্রধান সমন্বয়ক এড. উত্তম কুমার মহাজন।

Advertisement


CTG NEWS

লিখিত বক্তব্যে তিনি বলেন, অন্যান্য বছরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ জন্ম-মহােৎসব উপজেলায় পৃথক পৃথক ভাবে উদযাপন করা হলেও এবার সমন্বিতভাবে আগামী ২রা ফেব্রুয়ারী শুক্রবার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে বৃহৎ আকারে এই জন্ম-মহােৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ির নব নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। দিনব্যাপী অনুষ্ঠান ধর্মসভাসহ বিভিন্ন মাঙ্গলিক আয়োজন রয়েছে।

উক্ত জন্ম-মহােৎসব অনুষ্ঠান সফল করার জন্য ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের স্ব-বান্ধব উপস্থিতি কামনা করেন উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

এসময় উৎসবের সভাপতি বাবু সাধন কর (সহ-প্রতি ঋত্বিক) সাধারণ সম্পাদক ডা: রঞ্জন দে, যুগ্ন সম্পাদক প্রকাশ আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক ডা: টিটু শীল, অর্থ সম্পাদক এড. লিটু পাল যাজক, ডা: বাবুল দাশ, বিপ্লব ধর, পিন্টু শীল উপস্থিত ছিলেন।

এমজে/

Advertisement


CTG NEWS

Explore More Districts