স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্র ঘোষিত কালো মিছিল কর্মসূচির আগের রাতে সোমবার রাতভর অভিযান চালিয়ে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, খান জাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, খানজাহান আলী থানা বিএনপি কর্মী নজরুল সরদার, ২৩নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহাদাত হোসেন, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দল দলের সহ-সভাপতি ফারুক হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি কর্মী আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা বিএনপি কর্মী আব্দুল কাইয়ুম, মইনুল ইসলাম, ১৩নং ওয়ার্ড যুবদলের শাহিন পাটোয়ারী, ১৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
॥ বিএনপির নিন্দা ॥
এ দিকে নতুন করে নগরীতে পুলিশের অভিযান ও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি। মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে বিএনপি নেতারা বলেন, কোন কারণ ছাড়াই সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন শুরু করেছে। এ ধরনের অহেতুক অযথা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, পরিবার পরিজনের সাথে অসৌজন্যমুলক আচরণের প্রতিটি ঘটনা বিএনপি মনে রাখবে। প্রতিটি অন্যায় কর্মকান্ডের বিচার এদেশের মাটিতে হবে। নেতৃবৃন্দ আগামীতে এ ধরনের হয়রানি কর্মকান্ড, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে বাধাদান থেকে পুলিশ সদস্যদের বিরত থাকার আহবান জানিয়েছেন। একই সাথে মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ।