নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে পিরোজুপরে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাধার মুখে থেমে গেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আয়োজনে একটি কালো পতাকা মিছিল বের হয়ে শহরের পোস্ট অফিস সড়কে আসতে চাইলে মিছিলটি পুলিশের বাধার মুখোমুখি হয়।
মিছিলে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহীদ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁনসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, বর্তমান সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম, যা দেশের সাধারণ মাুনষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এছাড়া সরকারের গায়েবী মামলায় বিএনপির নেতাকর্মীরা কেউ কারাবন্দি আবার কেউ ঘরছাড়া। এসব মামলা তুলে নিয়ে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা। এছাড়া সংসদ বাতিল করে পুনরায় সকল দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনেরও দাবি করেন।