শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় রান্নাঘর, বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের আবু বক্কার নামে এক ব্যক্তির বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে প্রথমে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার পরিমল কুমার জানান, ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরে সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Explore More Districts