ফেনী | তারিখঃ January 28th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 2834 বার
শহর প্রতিনিধি->>
ফেনী ভিক্টোরিয়া কলেজের আয়োজনে দিনব্যাপী রকমারী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।র রোববার (২৮ জানুয়ারি) সকাল কলেজ চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক গোলাম মাহবুব নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী আনোয়ারা বেগম, ভিক্টোরিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, ফেনী গ্রীণ গার্ডেন স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংবাদিক রবিউল হক রবি, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, সাংবাদিক নাজমুল হক শামীম প্রমুখ।
প্রধান অতিথি মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী তাঁর বক্তব্যে বলেন, কলেজের ল্যাব উন্নয়নে তাদের তিন লাখ টাকার চাহিদার প্রেক্ষিতে পৌরসভার তরফ থেকে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হবে। তবে প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও বেশি আন্তরিক হবে।
উদ্বোধনের পর অতিথিবৃন্দ পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন।
১০টি স্টলে কলেজের শিক্ষার্থীদের তৈরী দেশীয় রকমারী পিঠা অতিথি, ক্রেতা ও শিক্ষার্থীদের মন কেড়ে নেয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।