গাজীপুর অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ – Daily Gazipur Online

গাজীপুর অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।শনিবার দুপুরে স্থানীয় চান্দনা হক মার্কেট এর নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান। উক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সোবাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আফজাল হোসেন সরকার রিপন, এসএম মোকসেদ আলম, গাজীপুর সিটি কর্পোরেশন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (সাবেক) আঃ বারী, আলহাজ্ব আবুল কাসেম, মোঃ সুলতান মন্ডল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কাদির সহ গাজীপুর মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, মৎসজীবী লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আজমত উল্লাহ খান বলেন গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ প্রতিবছর শীতে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ায় এটি একটি মহৎ উদ্যোগ, এই রকম উদ্যোগ সকলের নেওয়া উচিত, আমাদের সকলের এমন উদ্যোগ নেওয়া দরকার। গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ এর বাজার সম্পর্কে তিনি বলেন এগ্রিমেন্ট অনুযায়ী যেহেতু বাজার টি ভাড়ায় নেওয়া সেই অনুযায়ী বাজার মালিক গ্রুপ কে সময় দিতে হবে। আমরা কোন অন্যায় কে প্রশ্রয় দিবো না।
গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ১ হাজার গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts