বরিশালে দাহ্য পদার্থে দগ্ধ জেলে পরিবার

বরিশালে দাহ্য পদার্থে দগ্ধ জেলে পরিবার

২৭ জানুয়ারি ২০২৪ শনিবার ৮:৫৩:০৬ অপরাহ্ন

Print this E-mail this


বরিশালে দাহ্য পদার্থে দগ্ধ জেলে পরিবার

বরিশাল সদর উপজেলায় জমি ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোড়া দাহ্য পদার্থে এক জেলে পরিবার আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মহানগর পুলিশের বন্দর থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে সদর উপজেলার চর নেহালগঞ্জে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- চর নেহালগঞ্জ গ্রামের রশিদ হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার, তার স্ত্রী খাদিজা বেগম ও ১৮ মাস বয়সি শিশুকন্যা জান্নাতী।

পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে প্রতিবেশী খালেক হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার, মিরাজ হাওলাদার, নাসির হাওলাদার ও মোখলেছ হাওলাদারের ছেলে রাকিব হাওলাদারকে।

ঘটনার শিকার রিয়াজ হাওলাদারের দাবি, তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রতিবেশী ও সম্পর্কে চাচাতো ভাই ফিরোজ ও মিরাজদের সঙ্গে জমিজমা নিয়ে তার বিরোধ আছে। এছাড়া কয়েক বছর আগে ফিরোজ ও মিরাজ তার কাছ থেকে লাখ টাকা ধার নিয়েছিলেন। এখন পাওনা টাকা চাইলে তারা হুমকি দেন।

এ অবস্থায় ঘুমের মধ্যে শিশুসন্তানসহ তাদের ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে বলে রিয়াজের অভিযোগ।

ঘটনার বর্ণনায় তিনি আরও বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ঘরে স্ত্রী-কন্যা নিয়ে ঘুমিয়ে ছিলেন। তখন ঘরের জানালা খুলে তাদের ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় ফিরোজ, মিরাজ, নাসিরকে দেখে তার স্ত্রী চিনতে পারেন।

রিয়াজ বলেন, ছোড়া এসিডে তার স্ত্রী খাদিজার পিঠ, শিশুকন্যা জান্নাতী ও তার মুখমণ্ডলসহ বেশ কিছু অংশ পুড়ে কালো ফোসকা পড়েছে।

পরে স্থানীয়রা রাতে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, একটি পরিবারের শিশুসহ তিন সদস্যের ওপর দাহ্য জাতীয় পদার্থ নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ঘটনাস্থল পরিদর্শক করা হয়েছে জানিয়ে ওসি মুকুল বলেন, “ঘটনার শিকার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে চারজনকে আটক করা হয়েছে। অভিযোগের তদন্ত করা হচ্ছে। প্রাথমিক সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts