কুমিল্লায় মটোরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রলীগ নেতা নিহত!

কুমিল্লায় মটোরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রলীগ নেতা নিহত!

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লার কাভার্ডভ্যান চাপায় বঙ্গভাই সজল ও সোহাগ নামে ছাত্রলীগের দুই নেতা নি’হত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজে’লার কালাকচুয়া এলাকায় এ দু’র্ঘটনা ঘ’টে।

নি’হতরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজে’লার দুর্গাপুর ইউনিয়নের কাজিয়াতলী এলাকার নাজিম উদ্দিন এর ছেলে নাজমুল হক সজল (২৬)। তিনি এলাকার বঙ্গভাই সজল হিসেবে পরিচিত।

অপরজন বুড়িচং উপজে’লার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেন এর ছেলে সাইফুর রহমান সোহাজ (২৭)। উভয়ই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগ নেতা ছিলেন। এ ঘ’টনায় আ’হত হয় কুমিল্লা সদর উপজে’লার নিশ্চিতপুর গ্রামের মফিজুল ই’সলামের ছেলে শান্ত (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মটোরসাইকেল যোগে ওই তিন যুবক ময়নামতি সেনানিবাস এলাকা থেকে চান্দিনা যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের কালাকচুয়া এলাকা পৌঁছলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধা’ক্কা দেয়। ঘ’টনাস্থলেই দুজন নি’হত হন।

হাইওয়ে পু’লিশ ময়নামতি ক্রসিং থা’নার ওসি সাফায়েত হোসেন জানান, দু’র্ঘটনার পরপর ঘ’টনাস্থলে হতহত কাউকে পাওয়া যায়নি। দু’র্ঘটনার পর কাভার্ডভ্যান চালক পা’লিয়ে যায়। আমরা ঘা’তক কাভার্ডভ্যানটি আ’টক করেছি।

Explore More Districts