কুমিল্লায় বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত – Ajker Comilla

কুমিল্লায় বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত – Ajker Comilla

আজকের কুমিল্লা ডট কম :

আগস্ট ১৩, ২০২১

কুমিল্লায় বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত – Ajker Comilla

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাস এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রো বাসের ধাক্কায় লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারী কলেজের অনার্সের ছাত্র তানভীর হোসেন সাজ্জাদ (২২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ মনোহরগঞ্জ উপজেলার খানাতুয়া গ্রামের  মাওলানা মজিবুর রহমানের ছেলে।  সাজ্জাদ লাকসাম আল আমিন ইনস্টিটিউট থেকে এসএসসি ও ইবনে তাইমিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। মৃত্যুর সময় তিনি লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারী কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন। নিহত তানভীর হোসেন সাজ্জাদ এক ভাই ও এক বোন ছিলেন।

নিহতের স্বজনরা জানান, তানভীর হোসেন সাজ্জাদ রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

 

আর পড়তে পারেন

Explore More Districts