নিষেধাজ্ঞার খড়গ থেকে আত্মরক্ষায় ভোটার হান্টিং মিশনে সরকার: রিজভী

নিষেধাজ্ঞার খড়গ থেকে আত্মরক্ষায় ভোটার হান্টিং মিশনে সরকার: রিজভী

নিষেধাজ্ঞার খড়গ থেকে আত্মরক্ষায় ভোটার হান্টিং মিশনে সরকার: রিজভী

গণতান্ত্রিক বিশ্বের নিষেধাজ্ঞার খড়ক এবং অনিবার্য পতন থেকে আত্মরাক্ষায় সরকার ভোটার হান্টিং মিশনে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বহু এলাকায় আগামী ৭ জানুয়ারি একতরফা নির্বাচন নিয়ে প্রার্থীদের মাঝেও কোনো আগ্রহ নেই।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনার একটাই লক্ষ্য ৭ জানুয়ারি একটি তথাকথিত ডামি ভোটার উপস্থিতির অভিনব নির্বাচন দেখিয়ে গণতান্ত্রিক বিশ্বের নিষেধাজ্ঞার খড়গ এবং অনিবার্য পতন থেকে আত্মরক্ষা করা।

তিনি বলেন, নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী মোরশেদ আলমের মতো কোনো কোনো স্থানে প্রার্থীরা ভোট চাইতে গিয়ে জুতাপেটা খাচ্ছেন।

রিজভী আরও বলেন, ছলে বলে কৌশলে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য মরিয়া তারা। প্রতিটি জনপদের মানুষ প্রার্থী আর তাদের সমর্থক এবং প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের প্রকাশ্য হুমকি ধামকীতে সন্ত্রস্ত। ভোট কেন্দ্রে না গেলে হত্যা, গ্রাম ছাড়া করার হুংকার দেয়া হচ্ছে।

এটিএম/

Explore More Districts