বিএনপি কোন রাজনৈতিক দল নয় !

বিএনপি কোন রাজনৈতিক দল নয় !
বিএনপি কোন রাজনৈতিক দল নয় !

বিএনপি কোন রাজনৈতিক দল নয় !

মাটির কবি লিটন মাহমুদঃ

বিএনপি কোন রাজনৈতিক দল নয়

কেবলমাত্র ১৫ই আগস্টের পর উগ্রবাদী একটি সংগঠন থেকে একটি রাজনৈতিক সংগঠনের রূপরেখা তৈরীর বাস্তবায়নের অগ্রগতির ছক তৈরির সাফল্যের দ্বারপ্রান্তে।

জামাত একটি রাজনৈতিক দল বটে কিন্তু স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থান দৃঢ়।

যে কারণে জামাত-বিএনপির ঘাড়ে পা দিয়ে আকাশছোঁয়ার স্বপ্নটা বাস্তবায়ন ও রূপরেখা তৈরির মহাকৌশল তৈরি করছে,

জামাত বাংলাদেশের জাতীয় পতাকার তলে দাঁড়িয়ে সুন্দর সুরে জাতীয় সংগীত গাওয়া মানুষ এটা কে ছোট খাটো সন্ধি ভাবলে ভুল হবে!

কারণ এটাকে খাটো করে দেখার কারণে স্বাধীনতার পক্ষের দলকে এর মাশুল গুনতে হয়েছে।

জামাতের রাজনৈতিক রূপরেখা- বিএনপির কিছু নেতা ধ্বংস করার চেষ্টা থাকলেও বিএনপির কিছু নেতা জামাতপন্থী হওয়ার কারণে জামাত আবার সংগঠনকে ফিরিয়ে আনার চেষ্টা করে ।

Explore More Districts