দুই বছর পর ইংলিশ ফুটবলে ফিরলেন নুনো

দুই বছর পর ইংলিশ ফুটবলে ফিরলেন নুনো

দুই বছর পর ইংলিশ ফুটবলে ফিরলেন নুনো

ছবি: সংগৃহীত

আড়াই বছরের চুক্তিতে নটিংহ্যাম ফরেস্টের কোচের দায়িত্ব নিলেন পর্তুগিজ কোচ নুনো ইস্পিরিতো সান্তো। সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ থেকে বরখাস্ত হবার মাস দেড়েক পর নতুন চ্যালেঞ্জ নিলেন ৪৯ বছর বয়সী এই পর্তুগিজ কোচ।

স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হলেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও টটেনহ্যাম হটস্পারের সাবেক এই কোচ। নটিংহ্যামের সাথে এই চুক্তির ফলে আবারো ইংলিশ লিগে প্রত্যাবর্তন হলো এই পর্তুগিজের। এর আগে ইপিএলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও টটেনহ্যাম হটস্পারের কোচের দায়িত্বে ছিলেন এই পর্তুগিজ কোচ।

গত মাসের শুরুর দিকে নুনোকে বরখাস্ত করে সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ। ফরেস্টের দায়িত্বে তার প্রথম ম্যাচ আগামী শনিবার, ঘরের মাঠে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে।

চার বছর উলভারহ্যাম্পটনের দায়িত্বে ছিলেন নুনো। সাবেক এই গোলকিপারের কোচিংয়ের প্রথম মৌসুমেই ছয় বছরের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগে ফিরে আসে দলটি। এরপর টানা দুই মৌসুমে সাতে থেকে লিগ শেষ করে তারা। খেলে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালেও।

/আরআইএম

Explore More Districts