২৯ ডিসেম্বর বরিশালে আসবেন শেখ হাসিনা

২৯ ডিসেম্বর বরিশালে আসবেন শেখ হাসিনা

১৯ December ২০২৩ Tuesday ১০:৪০:৫১ PM

Print this E-mail this

Notice: Trying to access array offset on value of type null in /home/amdrbari/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


নিজস্ব প্রতিনিধিঃ

২৯ ডিসেম্বর বরিশালে আসবেন শেখ হাসিনা

প্র্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরিশালে সফর করবেন।

আগামী (২৯ ডিসেম্বর) তিনি বরিশাল সফর করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় বরিশাল নগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বক্তব্য দেবেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা।

প্রাণের নেত্রীকে বরিশালবাসী নির্বাচনের আগ মুহূর্তে সামনে থেকে দেখবে। এর চেয়ে সুখের খবর আর কিছু হতে পারে না। ওই দিন বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশে দক্ষিণাঞ্চলের লাখো লোকের সমাগম ঘটবে বলে আশা করেন নেতা কর্মিরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতির সব কাজ শেষ হয়েছে। এবারে তার আগমনের মধ্য দিয়ে ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ের কাজটি আরও তরান্বিত হবে বলে বরিশালবাসীর প্রত্যাশা। নির্বাচনের আগে তার এই আগমন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সু-সংগঠিত করবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts