ফেনীতে ২৭ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক, মাইক্রোবাস জব্দ

ফেনী | তারিখঃ December 17th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 5281 বার

নিজস্ব প্রতিনিধি->>

ফেনীতে ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনের ভেতর থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল হাশেম সোহাগ (৩৮) নামে এক ‘মাদক বিক্রেতা’ আটক করেছে র‍্যাব। রোববার সকালে শহরের শাহীন একাডেমী রোডস্থ মাইশা টাওয়ারের একটি ফ্ল্যাট বাসার ভিতর বিশেষ কৌশলে রাখা ও গ্যরেজে পার্কিং করা মাইক্রোবাস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এসময় মাদক বিক্রীর নগদ ৮ লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮২ লাখ টাকা।মাইক্রোবাসে মাদক থাকায় গাড়িটিও জব্দ করা হয়েছে বলে র‍্যাব জানায়।

আটক মো. আবুল হাশেম সোহাগ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বেতিয়ারা গ্রামের মো. আবিদ আলীর ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের শাহীন একাডেমী রোডস্থ মাইশা টাওয়ারের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় র‍্যাব। সময় ফ্ল্যাটের কাঠের ইন্টেরিয়রের ভিতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ওই ফ্লাটে থাকা মাদক বিক্রেতা মো. আবুল হাশেম সোহাগ কে ব্যাপক জিঙ্গাসাবাদে তার ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশি করা হয়। পরে ওই মাইক্রোবাস থেকেও বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গননা শেষে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৩০০ পিস।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জানায়, দীর্ঘদিন ধরে সে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারী ও সেবনকারীদের নিকট অধিকমূল্যে বিক্রি করে আসছে।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক মাদক কারবারি ও উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রোববার দুপুরে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts