ফেনী | তারিখঃ December 14th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 6646 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে গত ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করেছে আবৃত্তি শিল্পীরা।
ফেনীর প্রাচীন আবৃত্তি সংগঠন আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের শিল্পীরা ফেনী সরকারী কলেজ বধ্যভূমির পাশে নির্মিত স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। এসময় তারা এক মিনিট নিরবতা পালন করেন ও শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
মোমবাতি প্রজ্বলন আয়োজনে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেব নাথ, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সহ সভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্ত, সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, সদস্য বিজয় নাথ, আবদুস সালাম, আমিনুল ইসলাম শাহীন, ফারজানা আহমেদ অহনা, ফাতিহাসহ আবৃত্তি শিল্পীরা।
এর আগে প্রথম আলো ফেনী বন্ধুসভা ও জেলা প্রশানের উদ্যোগে প্রদীপ প্রজ্বালন করে শহীদদের স্মরণ করা হয়।
প্রসঙ্গত, ‘৭১ এর মুক্তিযুদ্ধে ১৪ ডিসেম্বর যাদের ধরে নিয়ে হত্যা করে পাকহানারদার বাহিনী তার মধ্যে ফেনীর কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার, জহির রায়হান, ডঃ এন এম ফয়জুল মাহী, সাংবাদিক সেলিনা পারভীনসহ অনেকে রয়েছেন।