গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত, আহত ১২ – Daily Gazipur Online

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত, আহত ১২ – Daily Gazipur Online

গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা । এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকামোস্টার সজিব মিয়া গুরুতর আহত হয়েছেন।
সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছে। এরপর উদ্ধারকারী দল লাইন সংস্কারে কাজ শুরু করে।

Print Friendly, PDF & Email

Explore More Districts