জোট নয়, এককভাবে নির্বাচন: জাতীয় পার্টি

জোট নয়, এককভাবে নির্বাচন: জাতীয় পার্টি

জোট নয়, এককভাবে নির্বাচন: জাতীয় পার্টি

নির্বাচন সুষ্ঠু হবে এমন বিশ্বাস ও আশ্বাসেই জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের (ইসি) আশ্বাসে জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে বলেই বিরোধীরা বিশ্বাস-অবিশ্বাসের প্রসঙ্গ টানছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের মাঠের পরিবেশ সুষ্ঠু রাখতে এ সময় দাবিও জানান জাতীয় পার্টির মহাসচিব।

/এমএন

Explore More Districts