রংপুরে ও সিটি কর্পোরেশনের ৬ লাখ ১৯ হাজার ৮৫ টি শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রংপুরে ও সিটি কর্পোরেশনের ৬ লাখ ১৯ হাজার ৮৫ টি শিশুকে  ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রংপুরে ও সিটি কর্পোরেশনের ৬ লাখ ১৯ হাজার ৮৫ টি শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

আমির হোসেন রিংকু’
সারাদেশের রংপুরেও ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে । আজ সকালে রংপুর সিটি কর্পোরেশনে এর উদ্বোধন করেন রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার মো : তৌফিক ইলাহী চৌধুরী।

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডে ১ লাক্ষ ২৯ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান হবে। এ সময় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২০ হাজার জন শিশু নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাক্ষ ৯ হাজার ৫০০ জন শিশিকে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান হবে।

৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।

রংপুর জেলায় ৪ লাখ ৮৯ হাজার ৫৮৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts