লা লিগার ম্যাচ চলাকালে গ্যালারিতে দর্শকের মৃত্যু

লা লিগার ম্যাচ চলাকালে গ্যালারিতে দর্শকের মৃত্যু

লা লিগার ম্যাচ চলাকালে গ্যালারিতে দর্শকের মৃত্যু

লা লিগার ম্যাচ চলাকালে গ্যালারিতে মৃত্যুবরণ করলেন এক দর্শক। রোববার (১০ ডিসেম্বর) গ্রানাদা ও আথলেতিক বিলবাওয়ের ম্যাচ চলাকালীন ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ইনাকি উইলিয়ামসের গোলে ১-০ ব্যবধানে তখন এগিয়ে ছিল বিলবাও।

এ ঘটনায় বন্ধ হয়ে যায় গ্রানাডা ও আথলেটিক বিলবাওয়ের মধ্যকার চলমান ম্যাচটি স্টেডিয়াম ছাড়ার জন্য অনুরোধ করা হয় দর্শকদেরও।

ঠিক কী কারণে সেই দর্শকের মৃত্যু হয়েছে- তা অস্পষ্ট। তবে, স্পেনের সংবাদমাধ্যম বলছে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে।

ম্যাচটি স্থগিত করার পর লা লিগা কর্তৃপক্ষ এই ম্যাচ পরবর্তীতে আয়োজন করা হবে বলে জানিয়েছে।

/এমএইচ

Explore More Districts