চার কোটি টাকার সারসহ ডুবে গেল লাইটারেজ জাহাজ

চার কোটি টাকার সারসহ ডুবে গেল লাইটারেজ জাহাজ





সরকারের আমদানি করা প্রায় চার কোটি টাকা দামের এমওপি সারসহ একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গতরাতে নগরীর মাঝিরঘাটের বাংলাবাজার আনু মাঝির ঘাট এলাকায় জাহাজটি ডুবে যায়। নদীতে কিছুর সাথে ধাক্কা খেয়ে তলা ফেটে যাওয়ায় জাহাজটি ডুবে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জাহাজটির ১৩ নাবিকের সকলকে উদ্ধার করা হয়েছে।

লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সূত্র জানিয়েছে, সরকারের কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) জন্য বিদেশ থেকে আমদানিকৃত ২৫ হাজার টনেরও বেশি এমওপিম (পটাশ) সার নিয়ে এমভি তুর নিরামত নামের মাদার ভ্যাসেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। মাদার ভ্যাসেল থেকে লাইটারেজ জাহাজের মাধ্যমে সারগুলো মাঝিরঘাটের আনু মাঝির ঘাটে আনা হচ্ছিল। এমভি মাকসুদা২ নামের লাইটারেজ জাহাজে বোঝাই করে ১৬শ টন সার গতরাত ৯ টা নাগাদ ঘাট এলাকায় পৌঁছে। জাহাজটিকে নোঙর করে বয়ার সাথে বাঁধার প্রস্তুতি নেয়ার সময় ডুবে থাকা কোনো বস্তুর সাথে এটি ধাক্কা খায়। এতে জাহাজটির তলা ফেটে যায় এবং ডুবতে শুরু করে। জাহাজের ১৩ নাবিককে অপর একটি লাইটারেজ জাহাজ উদ্ধার করে। অল্পক্ষণের মধ্যে প্রায় চার কোটি টাকার সারসহ জাহাজটি পুরোপুরি কর্ণফুলী নদীতে ডুবে যায়। লাইটারেজ জাহাজ মালিকদের নেতা হাজী শফিক আহমেদ জাহাজডুবির কথা স্বীকার করেন। তিনি জাহাজের মাস্টারের উদ্ধৃতি দিয়ে বলেন, নাবিকদের সকলকে উদ্ধার করা হয়েছে। সারগুলো বিএডিসির বলে জানিয়েছেন মিউচুয়েল শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ।




Explore More Districts