বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ-মিছিল

বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ-মিছিল

১০ ডিসেম্বর ২০২৩ রবিবার ৬:০৮:২৬ অপরাহ্ন

Print this E-mail this


নগর প্রতিনিধিঃ

বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ-মিছিল

বরিশাল নগরীর ভাঙ্গা সড়ক সংস্কার, মহাসড়কে সার্ভিস লেন নির্মাণ, গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক সিগনাল ও ফুটওভার ব্রিজ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে সকল খাল পুনরুদ্ধার ও ড্রেস সংস্কারসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় নগরী সদর রোডের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts