৯ ডিসেম্বর ২০২৩ শনিবার ৭:২০:৩১ অপরাহ্ন |
নিজস্ব প্রতিনিধিঃ
বরিশাল-৫ আসনের নৌকা প্রার্থী জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ।
হলফনামায় পোষ্য সন্তানের সম্পদের বিবরন না থাকা, স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে বাড়ী থাকার তথ্য গোপন করা , প্রতারনার মামলার তথ্য গোপন করা এবং এন,আর বি,সি ব্যাংকের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে বরিশাল-৫ সদর আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুকের প্রার্থীতা বাতিল চেয়ে আপিল দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে সাদিক আব্দুল্লার পক্ষে তার আইনজীবী ব্যারিষ্টার ইফতাবুল কামাল অয়ন এ আপিল করেন।তিনি আপিলের রায়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান।
এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, হলফনামায় গোপন তথ্য দেওয়ার পরও রিটার্নিং অফিসার জাহিদ ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। আমরা বিষয়টি তখন নজর এনেছিলাম। সেখানে বিষয়টি আমলে না নেওয়ায় ইসিতে আপিল করা হলো।
এর আগে হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল আবেদন করে।
এদিকে তফসিল অনুযায়ী আপিল করার শেষদিন শনিবার। রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে (১৫ ডিসেম্বর) পর্যন্ত।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |