কাজির হাটে শর্ট সার্কিটের আগুনে পুড়লো আশ্রয়ন প্রকল্পের ১০ টি ঘর

কাজির হাটে শর্ট সার্কিটের আগুনে  পুড়লো আশ্রয়ন প্রকল্পের ১০ টি ঘর

৯ ডিসেম্বর ২০২৩ শনিবার ১:১০:০৩ পূর্বাহ্ন

Print this E-mail this


কাজির হাটে শর্ট সার্কিটের আগুনে  পুড়লো আশ্রয়ন প্রকল্পের ১০ টি ঘর

  মোঃ আলহাজঃ বরিশালের কাজির হাট থানায় বৈদ্যুতিক শর্ট  সার্কিটের মাধ্যমে আগুন লেগে আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার জয়নগর ইউনিয়নের ঘোড়াঘাট নামক এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। ক্ষতিগ্রস্থ বিউটি বেগম জানান,দোকানের ভিতর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এর আগে আশ্রয়ন প্রকল্পের১০ টি ঘর পুড়ে গেছে।

ভুক্তভোগীরা জানান, তাদের পড়নের কাপড় ছাড়া আর কিছুই বের করা সম্ভব হয়নি। আগুনে একটি দোকানসহ প্রায় ২০ লাখ টাকার অধিক মালামাল পুড়ে ছারখার হয়ে গেছে বলেও জানান ক্ষতিগ্রস্ত।

এ ঘটনার সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম,জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আস্বস্ত করা হয়। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts