রংপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার:
রংপুরে হত্যা মামালার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে এলাকাবাসি। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নিহত নিজাম উদ্দিনের মা মোছা. নিরু বেগম, নিহতের ছোট ভাই নাহিদ হাসান এলাকাবাসী হাসনা বেগম, লিটন মিয়া, মেহেদী হাসান সহ এলাকার লোকজন।

মানববন্ধনে নিহতের মা নিরু বেগম বলেন, নিহত নিজামকে বদরগঞ্জ থানাধীন ১০ নং মধুপুর ইউনিয়নের কাশিগঞ্জ এলাকায় শশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় শারিরীক ও মানসিক টর্চার চালাতো এবং গত ১৫ই মে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে। হত্যাকারীদের বিচারের দাবিতে নিহত নিজামের মা বাদি হয়ে একটি হত্যামামলা দায়েরের ৭ মাস হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ করা হয়।
অবিলম্বে নিহত নিজামের হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানানো হয়।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts