পাথরঘাটায় ৪ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

পাথরঘাটায় ৪ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ৭:৪৭:৩৩ অপরাহ্ন

Print this E-mail this


পাথরঘাটায় ৪ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে জব্দ ৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিষখালী নদীতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts